মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় জিল্লুর রহমানের গোয়ালঘর থেকে গতরাতে কে বা কারা ৪ টি গরু চুরি করে নিয়ে ঐ গোয়াল ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।
মধ্যরাতে আগুন দেখে গোয়াল ঘরে ছুটে যায় পরিবারের সদস্যরা কিন্তু সেখানে থাকা চারটে গরুর একটিও পায়নি তারা।
জিল্লুর রহমান জানান, দুটি চোখ কিছূদিন আগে বিকল করে দেয়ার পর সে কতপয় ব্যক্তির নামে সে মামলা করে। তারা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ। সে আরো জানায়, পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটোনো হয়েছে। কিছুদিন আগে জিল্লুর রহমানের দুটি চোখে ভোমর ঢুকিয়ে বিকল করে দেয় প্রতিপক্ষের লোকজন। জিল্লুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পরিবার জানান।
জিল্লুর রহমানের ভাই মোঃ পান্নু মোল্লা জানান, চারটি গরুর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা মোট ক্ষতির পরিমাণ তিন থেকে চার লাখ টাকা।
মহম্মদপুর থানার ওসি ইকরাম হোসেন জানান, বিষয়টি শুনেছি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সহিংসতা
এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।