Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ধুনট বসতভিটা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

২৫ মার্চ, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
ধুনট বসতভিটা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
জাহিদুল ইসলাম, ধুনট (বগুড়া) :

বগুড়ার ধুনট উপজেলায় আনিছুর রহমান নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত বসতভিটা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পোশাক শ্রমিক শাহ কামাল রানা উপজেলা নির্বাহি কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। শাহ কামাল ওই গ্রামের জামাল উদ্দিন শেখের ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ওই গ্রামের ইউপি সদস্য আনিছুর রহমান স্থানীয় লোকজনের যোগসাজসে শাহ কামালের বসতভিটার সীমানার উপর দিয়ে জোরপুর্বক মাটি কেটে সড়ক বানিয়েছেন।

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) শ্রমিক দিয়ে নিয়ম বহির্ভুতভাবে এ মাটি কাটা হয়েছে। ভুক্তভোগী শাহ কামাল অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের সময় মেম্বারকে ভোট দেইনি। এ কারণে আমার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় লোকজনের কাছ থেকে কোন সহযোগিতা না পেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগ করেছি।’

মথুরাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান জানান, জনস্বার্থে চলচলের সুবিধার জন্য নিচু জায়গায় মাটি ফেলে উচু করা হয়েছে। মূল রাস্তায় মাটি কাটার কাজ শেষ হওয়ায় জনগনের দাবীর মুখে ইজিপিপি প্রকল্পের শ্রমিক এবং নিজের টাকা ব্যয় করে ওই রাস্তায় মাটি কাটা হয়েছে। শাহ কামাল রাস্তার জন্য জায়গা না দিলে মাটি সরিয়ে নেয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত জানান, বসতভিটার সীমানায় অন্যায়ভাবে মাটি কেটে রাস্তা বানানোর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার