Top
সর্বশেষ

মাগুরায় মহান স্বাধীনতা দিবস পালিত

২৬ মার্চ, ২০২২ ১:২০ অপরাহ্ণ
মাগুরায় মহান স্বাধীনতা দিবস পালিত
আরজু সিদ্দিকী, মাগুরা :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ শনিবার মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ।

সকাল সাড়ে ৭ টায় মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদনের পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর শ্রদ্ধা নিবেদন করেন।

তারপর একেএকে জেলা আওয়ামীলীগ,মাগুরা প্রেসক্লাব ও বিভিন্ন অঙ্গসংগঠন, জেলা জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, মাগুরা জেলা পরিষদ, পৌরসভাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর মাগুরা ষ্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী, পুলিশ, আন্সার, স্কাউট সহ বিভিন্ন সংগঠনের শরীর চর্চা ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার