Top

রাজবাড়ীতে স্বাধীনতা দিবস উদযাপন 

২৬ মার্চ, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
রাজবাড়ীতে স্বাধীনতা দিবস উদযাপন 
রাজবাড়ী প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার ( ২৬ মার্চ)  সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলণ, শহীদদের বেদীতে পুষ্পমাল্য অর্পণ সহ মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ পদর্শিত হয়।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলজ্জামান, সহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল।
এছাড়া রাজবাড়ী রেলগেট এ অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সকালে সাড়ে ৮টায় শ্রদ্ধাঞ্জলী অরপন করেন জেলা আওয়ামী লীগ,রাজবাড়ী জেলা বিএনপি, রাজবাড়ী পৌর সভা,রাজবাড়ী প্রেসক্লাব, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
শেয়ার