Top

পাংশায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

২৬ মার্চ, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
পাংশায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ,পাংশা মডেল থানা পুলিশ, বিভিন্ন স্কুল কলেজ এনজিও সহ সর্বস্তরের জনসাধারণ।

২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীন মঞ্চে দাড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজবাড়ী ২ আসনের সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন।

পাংশা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪০ এর জাতীয় সাংসদ এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ আলী খান প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম , সাবেক সভাপতি এ,কে এম শফিকুল মোরশেধ আরুজ, বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরাসহ উপজেলার সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, দিনের প্রথম প্রহরে উপজেলা পরিষদের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সূবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শহীদদের আত্বার মাগফিরাত কামনায় প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাদ্য প্রদান, মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা,প্রতি ফুটবল প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রর্দশনী,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

শেয়ার