Top

কলাপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২৬ মার্চ, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
কলাপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সকালে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী দলীয় কার্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শনিবার (২৬ মার্চ) সকাল ৬ টায় শহীদদের স্মরণে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন সংসদ সদস্য ওপতিরক্ষা মন্ত্রনালয় সম্পার্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব ও উপজেলা প্রশাসন।

এছাড়া সকাল ৮টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে সরকারী কলেজ চত্তরে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম ,উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্য সচিব অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো: ফারুক, সদস্য সচিব মুসা তাওহিদ নান্নু মুন্সিসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংঠনের নেতাকর্মীরা।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুজকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ১১টায় মোজাহার উদ্দিন বিশ^াস অনার্স কলেজ মিলানায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

 

শেয়ার