Top
সর্বশেষ

সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস পালন

২৬ মার্চ, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে স্বাধীনতা দিবস পালন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার(২৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিব মিল্লাত মুন্না এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করাসহ ফেস্টুন উড়ানো হয়। কুচকাওয়াজ, শারীরীক কসরত ও ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার