টাঙ্গাইলে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টি কালচার সেন্টার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজারের ভাদিতলা এলাকার মৃত জালাল আহম্মেদের ছেলে আব্দুর গফুর (৪০) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতী গ্রামের মৃত মোজাফ্ধসঢ়;ফর মন্ডলের ছেলে হারুন মন্ডল (৪০)।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ এ তথ্য জানান। জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর ওসি দেলওয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৩ লাখ ১৫ টাকা। আটককৃতরা টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।