Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ইউএনও’র নম্বর ক্লোন করে চাঁদা দাবি

২৬ মার্চ, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইউএনও’র নম্বর ক্লোন করে চাঁদা দাবি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোন নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবির ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জ্বল হোসেন বৃহস্পতিবার( ২৪ মার্চ ) রাতে এই জিডি করেছেন।

ইউএনও মোঃ উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি অসাধু চক্র দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন/হ্যাক করে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করেছে।

গত বৃহস্পতিবার রাতে বিষয়টি বুঝতে পেরেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। প্রতারক চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট সকরকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ইউএনও উজ্জ্বল হোসেন।

শেয়ার