Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সেরিমনি

২৭ মার্চ, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সেরিমনি
পঞ্চগড় প্রতিনিধি :

স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী-বিএসএফ এর যৌথ উদ্যোগে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অনুষ্ঠিত হল জয়েন্ট রিট্ট্রিট সেরিমনি প্যারেড অনুষ্ঠান।

শনিবার ৩ ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান ও নর্থবেঙ্গল বিএসএফের আইজি শ্রী অজয় সিং আনুষ্ঠানিকভাবে এই জয়েন্ট রিট্রিট সেরিমনির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম ফজলে রাব্বি, বিএসএফের কমান্ডেন্ট শ্রী হরিশ চন্দ্র, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দারসহ অনুষ্ঠানে দুই দেশের সরকা্ির বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উদ্বোধনী অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন।

বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফের স্ব-স্ব দেশের জাতীয় পতাকার রং সম্বলিত বেলুন অবমুক্তকরণের মাধ্যমে জয়েন্ট রিট্রিট সেরিমনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ভ্রাতৃত্ব্যের সেতুবন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফের প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর কুজকাওয়াজ (প্যারেড) প্রদর্শন করেন। ভালোবাসা ও উষ্ণ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ দুই দেশ এবং দু-দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ ঐতিহাসিক ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’ যৌথভাবে পতাকা অবনমন করেন। ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি‘ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের জাঁকজমক প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় এবং উভয় দেশের জাতীয় পতাকা একইসাথে নামানোর মধ্য দিয়ে শেষ হয়। এ সময় ব্যান্ড ও বিউগল বাজানো হয়। পতাকা ভাঁজ করে গুছিয়ে নেওয়ার পর উভয় পক্ষের কমান্ডার দৃঢ়তার সাথে করমর্দন করে ‘রিট্রিট (নিজ নিজ প্রান্তে ফিরে আসার (প্রক্রিয়া) সম্পন্ন করেন।
অনুষ্ঠানের শেষে বিজিবি-বিএসএফের আঞ্চলিক পর্যায়ের এ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখতে স্মারকচিহৃ বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষ করেন।

জয়েন্ট রিট্টিট অনুষ্ঠানে উভয় দেশের নাগরিকবৃন্দ কেউ দাঁড়িয়ে, কেউ বসে, আবার কেউ বা গ্যালারিতে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করেন। দুই দেশের গ্যালারিতে ছিল নানা শ্রেণি পেশার মানুষ। হাতে ছিল দুই দেশের জাতীয় পতাকা। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি, বিজিবি-বিএসএফ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার