ভোলা-৪, চরফ্যাশন-মনপুরার গন মানুষের নেতা যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধু বিশ্ব নেতা ছিলেন। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অসীম। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে এর সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়াই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য ও
উদ্দেশ্য।
শনিবার(২৬ মার্চ) ভোলার চরফ্যাশন স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস- স্বাধীনতার ইতিহাস। তাই সারা বিশ্ব বঙ্গবন্ধুকে বিশ্ব নেতা হিসেবেই চিনেন। জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননাকারীরদের কঠিন
হস্থে দমন করতে নতুন প্রজম্ম প্রস্তুত রয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ও আ’লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।