ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জয়বাংলা মোড়ে মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর তথা দেশের সকল শহীদের রাষ্ট্রিয় স্বীকৃতির দাবী জানিয়েছেন শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, বৃহত্তর ফরিদপুর কমিটি।
এসময় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, বৃহত্তর ফরিদপুর ও শহীদ পরিবারের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সংগঠনের নগরকান্দা উপজেলা শাখার আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলুর সভাপতিত্বে বৃহত্তর ফরিদপুর কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচীব উৎপল সরকার সাগর, ফরিদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মানিক মজুমদার, চর যশোহরদী ইউপি চেয়ারম্যান শাহেব ফকির, রাজবাড়ীর শহিদ পরিবারের পক্ষে এ্যাড. আব্দুর রাজ্জাক মোল্লা, মাদারীপুর শহীদ পরিবারের পক্ষে সুবোধ সাহা, গোপালগঞ্জ শহীদ পরিবারের পক্ষে রবিন কীর্ত্তনীয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুকসুদপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব শেখ প্রমূখ আলোচনায় অংশ নেন।
বৃহত্তর ফরিদপুর তথা সারাদেশের সকল শহীদের রাষ্ট্রিয় স্বীকৃতির দাবী জানিয়ে বক্তারা বলেন, যাদের আত্মত্যাগে মুক্ত হলো দেশ সেই সকল শহীদদের তালিকা অদ্যবদি করা হয়নি, তাই দ্রুত সকল শহীদের তালিকা তৈরির উদ্যোগ নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।