Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা দুই গ্রন্থের মোড়ক উন্মোচন

২৭ মার্চ, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা দুই গ্রন্থের মোড়ক উন্মোচন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘মহানায়কের ইতিকথা’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা, বাস্তবায়ন, উন্নয়ন’ গ্রন্থ দুইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বই দুইটি লিখেছেন এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ।

আজ ২৬ মার্চ শনিবার বিকেলে শহরের গোয়ালচামটে মহিম ইন্সটিটিউট প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ প্রকাশনা উৎসব ও জয় বাংলা শ্লোগান উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী মুক্তিযুদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল বলেন, ড. যশোদা জীবন দেবনাথ তথ্য বহুল দুটি গ্রন্থ রচনা করেছেন। তথ্যগুলো নতুন প্রজন্মের নিকট সঠিক ইতিহাস পৌছে যাবে। আমি মুক্তিযুদ্ধের আগে নৌ বাহিনীতে চাকরি করতাম। আমরা তখন বৈষম্যের শিকার হতাম সে তথ্য বইগুলোতে তুলে ধরা হয়েছে।

লেখক ড. যশোদা জীবন দেবনাথ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই মহাপরিকল্পনা নিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন এ বইতে সেই তথ্যই তুলে ধরা হয়েছে। এছাড়া আরেকটি বইতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছি। তিনি বলেন, আমার বই পড়ে দেশের মানুষ আত্মবিশ্বাসী হবেন। আমি যদি কপর্দকশূন্য অবস্থা হতে আজ ব্যাংকের মালিক হতে পারি তাহলে আপনারা কেনো পারবেন না? আমরাতো একই জায়গা হতে অক্সিজেন নিচ্ছি।

প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে বিসিসিআই এর পরিচালক মো. খায়ের মিয়া, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিকুল, বীর মুক্তিযোদ্ধা পি. কে সরকার, পৌর কাউন্সিলর বিধান কুমার সাহা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয় এবং স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মহান মুক্তিসংগ্রামের উপর নাটিকা প্রদর্শন করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরেণ্য সংগীত শিল্পীরা এসময় সংগীত পরিবেশন করেন।

শেয়ার