Top
সর্বশেষ

আজকের দিনটি রংপুরের মানুষের জন্য অবিস্মরণীয় বীরত্ব গাঁথার দিন

২৭ মার্চ, ২০২২ ২:৩১ অপরাহ্ণ
আজকের দিনটি রংপুরের মানুষের জন্য অবিস্মরণীয় বীরত্ব গাঁথার দিন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

আজ থেকে ৫১ বছর আগে ১৯৭১ সালের ২৮ মার্চ বাঁশের লাঠি, তীর-ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছিলেন রংপুরের বীর যোদ্ধারা। তাই আজকের এই দিনটি রংপুরের মানুষের জন্য অবিস্মরণীয় ও বীরত্ব গাঁথার দিন।

রংপুর ক্যান্টনমেন্ট আক্রমণের নেতৃত্বদানকারীদের অন্যতম একজন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও তৎকালীন বদরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টার জানান, ক্যান্টনমেন্ট ঘেরাও নেতৃত্ব দেয়া আমি ছাড়া আর কেউ বেঁচে নেই । সেই দিনের স্মৃতি চারন করতে গিয়ে তিনি বলেন, ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনেই আমরা সেই দিন থেকেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেই। আওয়ামী লীগ নেতা সিদ্দিক হোসেন এমপিকে আহবায়ক ও, মরহুম অ্যাডভোকেট গাজি রহমান, মরহুম অ্যাডভোকেট আব্দুল গনি ও মজিবর রহমান মাস্টার,(আমি) মরহুম তৈয়বুরর রহমানকে সহ মোট ৯ সদস্য বিশিষ্ট সদর মহকুমা সংগ্রাম পরিষদ গঠন করি। তখন থেকেই আমরা যুদ্ধের প্রস্তুতি নেই । তারই অংশ হিসেবে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের প্রস্তুতি নিয়েছিলাম এজন্য আমরা রংপুরের বিভিন্ন উপজেলায় একাধিক সভা করি । রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের দিন আমার স্কুলের অনেক ছাত্র ও শ্যামপুর সুগার মিলের কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেছিল। বদরগঞ্জের লোহানী পাড়া থেকে সাওতালরা তীর ধনুক দিয়ে ঘেরাওয়ে অংশগ্রহন করেছিল। আমরা ক্যান্টনমেন্টের পশ্চিম দিক ও মরহুম অ্যাভোকেটে আব্দুল গনির নেতৃত্বে ক্যান্টনমেন্টের উত্তর দিক দর্শনা মর্ডাণ এর দিক থেকে আক্রমন করা হয়। সেই আক্রমনে প্রায় দেড় হাজারের মতো মানুষ মারা যায় ।

১৯৭১ সালের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ইলিয়াস আহম্মেদ বলেন, তখন আমি রংপুর জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ও রংপুর
সরকারি কলেজের ভিপি ছিলাম । ১৯৭১ সালের ৪ঠা জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা রফিকুল ইসলাম গোলাপকে আহবায়ক ও হারেছ সরকার,
আবুল মনসুর আহম্মেদ, নূরুল আহসান,আব্দুল বারী, মোকতার এলাহী, আব্দুর রহমান, আবু জোহা নুর আহম্মেদ টুলু, মমতাজ জাকির আহম্মেদ, জাহেদুল ইসলাম, লুলুকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করি। সেই সময়ের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের একমাত্র আমি ছাড়া আর কেউ বেঁচে নেই । রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আমারা দিনরাত পরিশ্রম করে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও জন্য সবাইকে উদ্বুদ্ধ করি ।

১৯৭১ সালের ২৮ মার্চ রোববার ছিল। সেদিন সকাল থেকে রংপুরের বিভিন্ন এলাকার মানুষকে সংগঠিত হতে থাকে। সময় যত গড়াতে থাকে উত্তাপ আর উত্তেজনা যেন ততই বাড়তে থাকে। বেলা ১১টা বাজতে না বাজতেই সাজ সাজ রব পড়ে যায় চারিদিকে। জেলার মিঠাপুকুর, বলদিপুকুর, ভূরারঘাট মানজাই, রানীপুকুর, তামপাট, পালিচড়া, বুড়িরহাট, গঙ্গাচড়া, শ্যামপুর, দমদমা, লালবাগ, গনেশপুর, দামোদরপুর, পাগলাপীর, সাহেবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ একত্রিত হতে থাকে। সবার হাতে লাঠি-সোটা, তীর-ধনুক, বর্শা, বল্লম, দা ও কুড়াল নিয়ে ক্যান্টনমেন্ট দিকে আসতে থাকে। ঘেরাওয়ের এক পর্যায়ে এ সময় ক্যান্টনমেন্ট থেকে গোটা দশেক জিপ বেরিয়ে আসে এবং সাধারন মানুষকে লক্ষ্য করে শুরু হয় একটানা মেশিনগানের গুলি বর্ষণ। মাত্র ৫ মিনিটে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। পরে থাকে বীর যোদ্ধাদের শত শত লাশ। আহত হয় হাজার হাজার মানুষ। লাশগুলো জড়ো করে আগুনে পুড়িয়ে ফেলে পাক সেনারা।

প্রতি বছর এই দিনে রংপুর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয় ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। রংপুরবাসী এই দিনে ‘রক্ত গৌরব’ স্মৃতিস্তম্ভের পাদদেশে সাহসী বীর বাঙালি শহীদদের ফুল দিয়ে
সম্মান প্রদর্শন করে।

শেয়ার