ময়মনসিংহের নান্দাইলে নিজ বসত ঘর থেকে রক্তাক্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাহফুজুর রহমান সাজিদ (১৫)।
রবিবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার রহিমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাজিদ একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাজিদ একটি মাদ্রাসায় হেফজ বিভাগের পড়াশোনা করতো। করোনার কারণে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে চলে আসে। এরপর থেকে সে বাড়িতেই অবস্থান করছিল। শুক্রবার মা ও ভাই পাশ্ববর্তী বাকচান্দা গ্রামে আত্নীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে বাড়ি ফিরেনি। রাতে বাড়িতে একা থাকায় কে বা কাহারা নিজ ঘরে ছুরিকাঘাত করে হত্যা করে। শনিবার সকালে স্থানীয়রা ঘরে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, বাড়িতে নিহতের মা তার দুই ছেলে শুভ (২০) ও সাজিত (১৫) কে নিয়ে থাকত। ঘটনার রাতে তারা বাড়িতে ছিল না সেই সুবাদে রাতের আধারে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ঘরে ফেলে রেখে গেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, হত্যার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।