Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বান্দরবানে মহান স্বাধীনতা দিবস পালন

২৭ মার্চ, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
বান্দরবানে মহান স্বাধীনতা দিবস পালন
বান্দরবান প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

শনিবার (২৬ মার্চ) সকালে বান্দরবান জেলা ষ্টেডিয়ামে আকাশের বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

সভার শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের স্বরণে শহীদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,উপজেলা বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ অঙ্গসংগঠন,সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অনান্য সংগঠন এর পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জেলা প্রশাসন আয়োজনে শহর ষ্টেডিয়ামে বান্দরবান জেলাস্থরত ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স, আনসার, পুলিশসহ বিভিন্ন নিয়োজিত আইনশৃঙখলা বাহিনীরাও কুচকাওয়াজের যোগ দেন। পরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মাঠে প্রাঙ্গণে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

ইয়াছমিন পারভীন তিবরিজী বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহেন্দ্র ক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা যুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন,যারা পঙ্গুত্ব বরণ করেছেন আর ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কষ্টে অর্জিত স্বাধীন দেশ দিয়ে গেছে বলে আজ আমরা বাংলার মাটিতে মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছি। তাই দেশকে রোড মডেল হিসেবে তৈরী করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে ভবিষ্যৎতে আরো উন্নয়ন জোয়ার বইবে।

তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় দুর্গম পাহাড়ের যেখানে বিদ্যু পৌছাতে পারেনি আজ বর্তমান সরকার সময়ে সেসব দুর্গম এলাকায় পাহাড়কে আরো আলোকিত ছাড়তে ৪০ হাজার সৌর বিদ্যুৎ হাতে নিয়েছে সরকার। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে ও উন্নয়ন্যনের ধারা বজায় রাখতে সবাই এগিয়ে আসা আহব্বান জানান।

এসময় জেলা পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, অশোক পাল, নাজিম উদ্দীন,বান্দরবান জেলা দায়রা জজ মোঃ এহ্সানুল হক, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান,স্থানীয় সরকার উপ- পরিচালক লুৎফর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ ছাদেক, সুরাইয়া আক্তার সুইটি,পৌর মেয়র ইসলাম বেবী, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ- সহকারী মতিয়ার রহিমানসহ সরকারী ও বেসরকারী কর্মকর্তাসহ শিক্ষার্থীর ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগীতা অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীরদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তিবরীজি।

শেয়ার