রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে বিকাশ শর্মা (৩৬) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বিকাশ শর্মা বলিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামের মৃত পানু শর্মার ছেলে।
রোববার (২৭ মার্চ) দুপুরে শীতলদাহ গ্রামের খলিল শেখের বাড়িতে কাঠের কাজ করতে গিয়ে ডিল মেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. কাবিল উদ্দিন জানান, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি পদমদী গ্রামের বিকাশ শর্মা একই ইউনিয়নের শীতলদাহ গ্রামের খলিল শেখের বাড়িতে কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দীর্ঘদিন যাবৎ কাঠ মিস্ত্রীর কাজ করে আসছিল।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।