Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

রাজবাড়ীতে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

২৭ মার্চ, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের আয়োজনে ও কেয়ারগিভারস ইনস্টিউট অফ রাজবাড়ীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ ) সকাল উপজেলার কাশিমা গ্রামের মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর থেকে ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সচেতন হই, সুস্থ থাকি’ স্লোগান সামনে নিয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন ফ্রি হেলথ চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষার সেবা দেওয়া হয়। তাছাড়া সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর সহ মোট ৫০০ জনকে ফ্রী ক্যাম্পেইন সেবা দেয়া হয়।

ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস । সেবা নিতে আসা রোগীরা বলেন, জনগণের কাছাকাছি এসে মেডিকেল স্টুডেন্টদের এমন সেবায় তারা খুবই আনন্দিত।

ক্যাম্পেইনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীরা বলেন, ক্যম্পেইনের মাধ্যমে তারা অনেক কিছু শেখতে পেরেছে, যা টেক্সটবুকভিত্তিক পড়াশোনাকে আরো সমৃদ্ধ করেছে। প্রতিবছর যেনো এই কার্যক্রম অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও সাবেক ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস,ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,মোঃ শাহরিয়ার রিয়াজ প্রধান নিবার্হী কর্মকর্তা কেয়ারগিভারস ইনস্টিটিউট অফ রাজবাড়ী, আবু সাইদ হাওলাদার সহকারী শিক্ষক চৌধুরী আবদুল হামিদ একাডেমি বরাট, খবির উদ্দিন প্রামাণিক সভাপতি ছোটভাকলা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সুশীল বাবু ছোট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুর রাজ্জাক সহকারি শিক্ষক তেনা পচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।

এসময় ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন এর আয়োজক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি দেশকে শত্রুমুক্ত করেছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতেও মানুষের জন্য ভালো কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগে। সেজন্যই আজ ছোটভাকলা ইউনিয়ন বাসীর জন্য ফ্রিতে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন দিয়েছি।

শেয়ার