করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে নীলফামারীতে পিছিয়ে রয়েছে প্রান্তিকজনগোষ্ঠী। হরিজন সম্প্রদায়ের অর্ধেকের কম মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। নীলফামারীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পরিচালিত টিকা প্রাপ্তির ক্ষেত্রে নায্যতা ও জবাবদিহি নিশ্চিতে কমিউনিটি মনিটরিং এর প্রতিবেদনে এ চিত্র উঠে আসে।
রবিবার দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সনাক আয়োজিত করোনার টিকাদান বিষয়ক অধিপরামর্শ সভায় ওই তথ্য
উপস্থাপিত হয়।
এসময় জানানো হয়, করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। হরিজন সম্প্রদায়ের অর্ধেকের কম মানুষ টিকা গ্রহণ করেছেন। এ জনগোষ্ঠীর মধ্যে ২১ থেকে ৪০ ভাগ পর্যন্ত টিকা নিয়েছেন। টিকা গ্রহণের ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ খুব কম ছিল। ৮০ শতাংশ মানুষ টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতেন। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা ছিল ৫১ দশমিক ৪৩ শতাংশ মানুষের।
কোন কম্পাণির টিকা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে ৩১ দশমিক ৪৩ শতাংশ মানুষের ধারণা ছিল। টিকার নিবন্ধন, কার্ড প্রিন্ট এবং টিকাকেন্দ্রে যাতায়াত করার জন্য নীলফামারীর ৭৪ শতাংশ মানুষ অর্থ খরচ করেছেন।
টিকা নিবন্ধনের ১৫-৩০ দিনের মধ্যে বেশিরভাগ মানুষই এসএমএস পেয়েছেন। দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ৪ দশমিক ৯৬ ভাগ উত্তরদাতা ৩০ দিনের
মধ্যে এসএমএস পেয়েছেন। ৬০ দিনের মধ্যে এসএমএস পেয়েছেন এমন মানুষের সংখ্যা ৭ দশমিক ৮৫ ভাগ। টিআইবির এলাকা সমন্বয়কারী আসাদুজ্জামান জানান, গত বছরের ১২ থেকে ১৪ ডিসেম্বর নীলফামারী জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে ওই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)।
এ সময় বুথ ফেরৎ ৭৫ জন টিকা গ্রহীতার সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া প্রান্তিক পর্যায়ে টিকার ব্যাপারে জানতে প্রান্তিক জনগোষ্ঠীর ১৫ জনের
সাক্ষাৎকার নেওয়া হয়।
প্রতিবেদনে টিকা কেন্দ্রে সামাজিক দূরত্ব না মানা, বসার অপর্যাপ্ত ব্যবস্থা, দীর্ঘ লাইন এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় টিকাগ্রহীতারা ভোগান্তিতে পড়ার কথা উল্লেখ করা হয়। তবে টিকা গ্রহণের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি বলে জানানো হয়।
অধিপরামর্শ সভায় জরিপ থেকে প্রাপ্ত ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন সনাক সদস্য ফারহানা ইয়াসমিন ইমু।
সনাক সভাপতি তাহমিনুল হক ববীর সভাপতিত্বে অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি
এবং জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, নীলফামারী জেনারেল হাসপাতালের ত ডা. মো. আবু-আল হাজ্জাজ,
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য ডা. মো. মজিবুল হাসান চৌধুরী শাহিন, মশিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ সরওয়ার মানিক,
উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।