Top
সর্বশেষ

প্লাস্টিকের বস্তায় মিলল দেড় লক্ষ ইয়াবা, আটক ১

২৭ মার্চ, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
প্লাস্টিকের বস্তায় মিলল দেড় লক্ষ ইয়াবা, আটক ১
উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে।

আটক মাদক কারবারি হলেন উখিয়া পালংখালী রহমতের বিল এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৩১)।

রোববার (২৭ মার্চ) দুপুর ১ টার দিকে উখিয়ার বালুখালী পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, রোববারে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পানবাজার এর দক্ষিণ পার্শ্বে ফ্রেন্ডশীপ হাসপাতাল গেইটের সামনে মাদক দ্রব্য বিক্রীর খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি প্লাস্টিকের বস্তা কাঁধ থেকে ফেলে পালানোর সময় একজনকে আটক করা হয়। পরে প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১ লক্ষ ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

শেয়ার