Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন শুরু

২৮ মার্চ, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন শুরু
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে টানা দুই সপ্তাহ বিস্ফোরকদ্রব্য সংকট কাটিয়ে পুনরায় পাথর উৎপাদন শুরু করেছে খনি কর্তৃপক্ষ। রোববার (২৭ মার্চ) সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু করে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বলেন, ‘রোববার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুনরায় পাথর উত্তোলন শুরু করা হয়েছে।’
এর আগে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি মাসের ১২ মার্চ বিস্ফোরক দ্রব্যের অভাবে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। পাথর উত্তোলন বন্ধ রেখে খনি শ্রমিকদের সাময়িক ছুটিতে পাঠায় ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি।
কোভিড-১৯ পরিস্থিতি ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে কারণ দর্শিয়ে মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ জানায়, কোভিড-১৯ পরিস্থিতি ও সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সময়মতো বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) আমদানি করা সম্ভব হয়নি। এই সংকটের কারণেই উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
খনি কর্তৃপক্ষ আরও জানায়, স্বাভাবিকভাবে কোরিয়া, থাইল্যান্ড ও ভারত থেকে অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করা হয়ে থাকে। কিন্তু কোভিড পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ছয় মাস ধরে চেষ্টা করেও বিস্ফোরকটি সংগ্রহ করা সম্ভব হয়নি। খনিতে থাকা সর্বশেষ মজুতটি দিয়ে গত ১০ মার্চ পাথর উত্তোলন চালানো হয়। ১২ মার্চ সকাল থেকে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে থাইল্যান্ড থেকে চার কন্টেইনার অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে একটি জাহাজ ১১ মার্চ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ২২ মার্চ সেটি চট্টগ্রাম পৌঁছালে উৎপাদন শুরু করা হয়।
খনি কর্তৃপক্ষের আরেকটি সূত্র জানায়, চুক্তি অনুযায়ী পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য খনি কর্তৃপক্ষের সরবরাহ করার কথা। কিন্তু তারা সময়মতো তা সরবরাহ না করায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছেন তাঁরা। পরে শনিবার (২৬ মার্চ) খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) বিস্ফোরকদ্রব্য সরবরাহ করলে খনিতে পুনরায় পাথর উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ।
দেশের একমাত্র উৎপাদনশীল কঠিন শিলা খনি এটি। প্রতিদিন গড়ে পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫৫০০ মেট্রিক টন থাকলেও কখনো কখনো লক্ষ্যমাত্রার বেশি পাথর উত্তোলন করে প্রতিষ্ঠানটি। কিন্তু টানা দুই সপ্তাহ বিস্ফোরক সংকটে উত্তোলন বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে সরকার। যা জাতীয় অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলে। তবে খনিতে পুনরায় পাথর উৎপাদন শুরু হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাথর উত্তোলনের মধ্য দিয়ে ঘাটতি রাজস্ব পুষিয়ে নেয়া যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) উৎপাদন শুরু করে ২০০৭ সালের মে মাসের শেষ দিকে। উৎপাদন শুরুর প্রথম দিকে খনি থেকে দৈনিক পাথর উত্তোলন করা হয় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টন।
কিন্তু পরবর্তীতে এই উৎপাদনের অবনতি ঘটে। ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টনের স্থানে তা নেমে দাঁড়ায় মাত্র ৫০০ টনে। এর ফলে ২০১৩ সালের জুন পর্যন্ত লোকসানের পরিমাণ শত কোটি ছাড়িয়ে যায়।
লোকসানের পরিমাণ কাটাতে প্রয়োজন উৎপাদন বৃদ্ধি। সেজন্য ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের বিপরীতে ১৭১.৮৬ মিলিয়ন ডলারের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসি’কে।
দৈনিক গড় লক্ষ্যমাত্রারও বেশি পাথর উত্তোলন করার ফলে লাভের মুখ দেখায় পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বরে জিটিসির সঙ্গে আগামী ছয় বছরের পুনঃ চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি।
শেয়ার