সিআরবিতে হাসপাতাল করতে হলে আমাদের রক্তের ওপর করতে হবে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সিআরবি প্রাণ প্রকৃতি ধ্বংস করে কোনোভাবেই হাসপাতাল হতে দেওয়া যাবে না। এটি একটি হেরিটেইজ স্থান। গাছপালা ধ্বংস করে এখানে হাসপাতাল করা মানে এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
রোববার (২৭ মার্চ) বিকেলে সিআরবিতে নাগরিক সমাজ আয়োজিত ‘সিআরবি রক্ষা আন্দোলন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আমরা কেউ হাসপাতালের বিরোধীতা করছি না। হাসপাতাল হোক। তবে সেটা সিআরবির বাইরে কোথাও। এক বিন্দু ছাড় দিবো না। এখানে যদি হাসপাতাল হয় তাহলে আমাদের রক্তের উপরে এই জায়গায় হাসপাতাল হতে হবে। হাসপাতাল যদি করতেই হয় আমি জায়গা দেখিয়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমি জায়গা দেখিয়ে দিবো। হাজী ক্যাম্পটা পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। হাসপাতালটা সেখানে করা হোক।
তিনি বলেন, সিআরবির মনোরোম পরিবেশে আমরা হাসপাতাল বা হোটেল কোন কিছু হোক চাই না। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রীও চান না। এই চট্টগ্রামে একমাত্র জমিদার হচ্ছে রেলওয়ে। চট্টগ্রামের চার ভাগের এক ভাগ সম্পত্তি রেলওয়ের। রেলওয়েরে জায়গায় অনেক হাসপাতাল হয়েছে। ইউএসটিসি, ইমপেরিয়াল, ডায়াবেটিস হাসপাতাল, চক্ষু হাসপাতাল সবগুলোই রেলওয়ের জায়গায় হয়েছে। কিন্তু এমন হেরিটেইজ স্থানে কোন হাসপাতাল হয় নি।
বক্তব্যের শেষে সিআরবি রক্ষা আন্দোলনে নিজের একাত্মতা ঘোষণা করে সিআরবিকে রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন এ প্রবীণ আওয়ামী লীগ নেতা।
সংগঠনের কো- চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, স্থপতি জেরিনা হোসেন,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সীমান্ত তালুকদার, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জকিরিয়া দস্তগীর প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান- প্রেসিডিয়াম সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব-উর রহমান রুহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব স্বপন মজুমদার, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, শ্রমিক লীগ নেতা বখতিয়ার খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সাংবাদিক ঋত্বিক নয়ন, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, দিলরুবা খানম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান ও সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব।