ফেনীর দাগনভূঞায় একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপর উঠে পড়ায় কর্মরত দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাগনভূঁইয়ার বারাহীগুনী মোল্লাঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে আজমীর (২৮) ও কুমিল্লার মিয়ার বাজার রামচন্দ্রপুর এলাকার সাদেক আলীর
ছেলে আবুল খায়ের (৩৫)।
দাগনভূঁইয়া থানার পরিদর্শক (ওসি) মুহাম্মদ হাসান ইমাম জানান, রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করছিলেন। এমন সময় দাগনভূঁইয়া থেকে ফেনীমুখী দ্রুতগামী ট্রাক ( ফেনী ট ১১-০১৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন ডিভাইডারের উপর উঠে ওই দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এছাড়া মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, খবর পেয়ে লাশ দুটো উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।