ফরিদপুরে মারপিট, চাঁদাবাজী ও হুমকি দেওয়ার অভিযোগে ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। রবিবার জেলার ছয় নম্বর আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া গ্রামের বাসিন্দা মো. তকি মোল্লার ছেলে মো. মুরাদ মোল্লা (৪৬)। মুরাদ মোল্লা গট্টি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান ও ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
এ মামলার বাদী পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ফরিদপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
এছাড়া অভিযোগটি বিভাগীয় তদন্ত করে দেখার জন্য ডিআইজি (ঢাকা রেঞ্জ) এবং ফরিদপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। এ মামলার পরবর্তি তারিখ ধার্য্য করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, মুরাদ মোল্লা গট্টি ইউনিয়নের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য। ২০২১ সালের ১১ই নভেম্বর ইউপি নির্বাচনের আগে সালথা ওসি তার নিকট বিভিন্ন সময় বিভিন্ন অংকের টাকা দাবী করেন। তার দাবীকৃত টাকা না দিলে তাকে নির্বাচন করতে দিবে না বলে ভয়ভীতি দেখায়। তিনি (মুরাদ) বাধ্য হয়ে ওসিকে ৭৫ হাজার টাকা দেন। পরবর্তিতে ওসি তার কাছে বিভিন্ন সময় আরও এক লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি (মুরাদ) চাঁদার দাবীকৃত টাকা পূরন না করায় আক্রোশে তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য থাকার পরেও তাকে ৩টি মিথ্যা মামলায় আসামী করে। মুরাদের পায়ে রড লাগানো, তিনি ক্রেচ ছাড়া চলাফেরা করতে পারেন না।
অভিযোগে আরও বলা হয়, গত ১৪ মার্চ রাত অনুমান ১টার দিকে পূর্ব আক্রোশের জেরে তারা মুরাদের ভাই জিহাদকে ঘরে ঘুমানো থাকা অবস্থায় ওসি অধিনস্ত কিছু অফিসার ও কনস্টেবল দিয়ে কোন মামলা বা গ্রেফতারী পরোয়ানা ছাড়া জিহাদকে সালথা থানায় নিয়ে যায়। মুরাদ পরদিন সকাল অনুমান ১০ টায় ভাইকে আটকের কারন জানতে গেলে তাকে ছেড়ে দেওয়ার জন্য মুরাদের নিকট ২৫ হাজার টাকা দাবী করে আরো বলেন, দাবীকৃত টাকা না দিলে তার ভাইকেও একাধিক মামলা দিয়ে কোর্টে চালান করে দিবে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আমাকে গ্রেফতারের ভয় দেখালে আমি চলে আসি।
অভিযোগে আরও বলা হয়, মুরাদ ওসির দাবীকৃত চাঁদার টাকা না দিলে তার হুকুমে এস.আই হান্নান আমার ভাই জিহাদকে থানা হাজত খানা থেকে বের করে ভিন্ন রুমে নিয়ে রুমের জানালার সাথে আমার ভাইয়ের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে শক্ত লাঠি দিয়ে এলোপাথারী ভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলাফুলা জখম করে। ঐ দিন সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে তার ভাই জিহাদকে মিথ্যা মামলায় আসামী করে আদালতে প্রেরন করে। ওই মামলায় গত ২৩ মার্চ জামিনে মুক্তি পেলে তার শরীরের আঘাত দেখে এবং সে উক্ত আঘাতের কারনে স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে না পারায় তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সালথায় মানববন্ধব কর্মসূচীপালন করে মুরাদ ও তার সমর্থকরা। অপরদিকে মানববন্ধন ও মামলার খবর বিষয়ে প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে সালথা থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওসি মো. আশিকুজ্জামান।
সংবাদ সম্মেলনে ওসি জানান, গত ১৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি গ্রামে বলা মিয়া ও ইকব শেখের গ্রামা দলপক্ষের মধ্যে গ্রাম্য দলাদলি নিয়ে মারামারি হয়। এই ঘটনার জেরে গট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলপক্ষের মধ্যে বিরোধ ছড়িয়ে পরায় বড় ধরনের সংঘাত সৃষ্টি খুন জখম হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
গত ১৩ মার্চ দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে গোপন সংবাদ পাওয়া যায় যে, অলিন ফকির ও শাজাহান মাতুব্বর এর নেতৃত্বে একটি দলপক্ষ ও নুরু মাতুব্বরের নেতৃত্বে অপর একটি দলপক্ষের লোকজন সকাল বেলা কাইজ্জা করার জন্য ঢাল কাতরা, বিভিন্ন দেশীয় অস্ত্রসহ নিয়ে বালিয়াগট্টি সার্কিনের মুসল্লী বাড়ীর সামনে অবস্থান করছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই মো. শরীয়ত উল্লাহকে ফোর্সসহ ঘটনাস্থলে প্রেরণ করা হয়। তিনি দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হতে থাকা উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিলে উশৃঙ্খল জনতা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনা সামল দিতে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ জনতাকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেই। উপস্থিত দুই পক্ষের লোকজনই পুলিশী নির্দেশ অমান্য করে পুলিশের উপর বেপরোয়াভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। আসামীদের আক্রমনে ও আঘাতে আমি কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল হতে ঘটনায় জড়িত মোঃ আক্কাস শেখ, মজনু ফকির, জিহাদ মোল্যা সজিব মিয়াদের গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হতে আসামীদের ব্যবহৃত দেশীয় অস্ত্র আটক করা হয়।
ঘটনার বিষয়ে এসআই শরীয়ত উল্লাহ বাদী হয়ে এজাহারদায়ের করলে সালথা থানার মামলা দায়ের করেন।। মামলার পর বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে, বর্ণিত ঘটনায় পুলিশ আসামী গ্রেফতার ঢাল কাতরা উদ্ধারসহ রাজনীয় পদক্ষেপ গ্রহন না করলে গট্টি ইউপি এলাকা ঐদিন খুন জখমসহ ব্যাপক দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটনার সম্ভাবনা ছিল।
লিখিত বক্তব্যে ওসি আশিকুজ্জামান দাবি করে বলেন, মো. মুরাদ মোল্যা তার দলপক্ষের গট্টি ইউনিয়নের চেয়ারম্যানসহ তার ভাই জিহাদকে থানা হাজত হতে জোর চেষ্টা তদবির করেও ছাড়িয়ে নিতে না পেরে মুরাদ মোল্যার দীর্ঘদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত ভাঙ্গা পা জনসম্মুখে প্রদর্শন করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
মামলার বিষয়ে ফরিদপুর পিআিইবির পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, আদালতের নির্দেশ আমরা এখনও পাইনি। আদালতের নির্দেশ পেলে এব্যাপারে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। জেলা পুলিশের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এ ঘটনায় জেলা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তিনি বলেন, দোষী প্রমাণিত হলে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করলে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।