লামা উপজেলায় জিপের চাকায় পৃষ্টে হয়ে প্রাণ গেল বাইক আরোহীর ছোটন শীল (২৬) নামের এক যুবক। নিহত ব্যক্তি আলীকদম সদর ইউনিয়নের সাবের মিয়া পাড়ার মৃত পরীমল শীলের ছেলে।
লামা থানার পুলিশ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লামা থানায় নেয়া হয়েছে।
এই ঘটনার প্রত্যেক্ষদর্শী বদুরঝিরি এলাকার কামাল উদ্দিন বলেন, মোটর সাইকেলটি লামা থেকে চকরিয়া ও জিপ গাড়িটি চকরিয়া থেকে যাত্রী নিয়ে লামা যাচ্ছিল। জিপ গাড়িটি বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
২৮ মার্চ সোমবার সকালে চকরিয়া সড়কের ইয়াংছার বদুরঝিরিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই সজীব শীল (৩৭) বলেন, আমার ছোট ভাই ছোটন ছুটিতে বাড়িতে এসেছিল৷ সকালে লোহাগাড়া কর্মস্থলে যাওয়ার জন্য মোটর সাইকেল নিয়ে বের হয়। যাত্রা পথে জিপ গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।