রাজবাড়ী জেলা জাতীয় পার্টির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির পালিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে জাতীয় পার্টির রাজবাড়ী জেলা শাখা, সদর উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাড: হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোকসেদুল রহমান খান মমিন, সহ-সভাপতি খন্দকার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. হেলাল মাহমুদ, পৌরসভার শাখার সভাপতি আসাদুজ্জামান চাঁদ সহ প্রমুখ।