Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

রাজবাড়ীতে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন

২৮ মার্চ, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির পালিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে জাতীয় পার্টির রাজবাড়ী জেলা শাখা, সদর উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাড: হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোকসেদুল রহমান খান মমিন, সহ-সভাপতি খন্দকার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. হেলাল মাহমুদ, পৌরসভার শাখার সভাপতি আসাদুজ্জামান চাঁদ সহ প্রমুখ।

শেয়ার