সবে মাত্র শৈশবের গন্ডি পেরিয়ে পা দিয়েছেন কৈশোরে। কৈশোরের রোমাঞ্চকর অভিজ্ঞতা হওয়ার কথা থাকলেও বলি হয়েছেন অন্ধকার জগতের রোমহর্ষক অভিজ্ঞতার। কালিপূজার দিন সারল্যতার ছলে গ্রামের আকাঁবাকা পথ মাড়িয়ে গিয়েছিলেন স্থানীয় তিন ঠেংগিয়া বাজার। কিন্তু ফেরা হয়নি বাড়ির আঙিনায় মায়ের মমতাভরা আঁচলে রাসূল ইসলামের (১৪)।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর গ্রামের মোঃ রাসূল ইসলাম (১৪) অপহৃত হওয়ার পাঁচ মাস হলেও সন্ধান মিলেনি এখনও। গেলো বছর ৪ নভেম্বর উপজেলার মুরারীপুর গ্রামের তিন ঠেংগিয়া বাজার থেকে আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় অপহৃত হয় মোঃ রাসূল ইসলাম (১৪)। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি৷ অপহৃত রাসূল ইসলাম উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের খায়রুল ইসলামে ছেলে।
রাসূল ইসলামের পরিবার জানায়, অপহরণের পরদিন অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। রাসূল ইসলাম তাদের কাছে আটক আছে মুক্তির জন্য ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে তাদের সন্তানকে ফেরত দিবে না এমনি প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। পরে ঐ নাম্বারে একাধিকবার ফোন করার চেষ্টা করা হলেও কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। মামলার পর ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর একজন দোষ স্বীকার করে জবানবন্দি করলেও খোঁজ মেলেনি রাসূল ইসলামের।
ভুক্তভোগীর বাবা খায়রুল ইসলাম জানান, আমাদের সাথে কারো কোনো ঝগড়া-বিবাদ নেই। আমার ছেলে সহজ সরল। শুধুমাত্র টাকার উদ্দেশ্যে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। আমার একমাত্র ছেলেকে সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে পেতে চাই। অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
প্রতিবেশীরা জানায়, আমাদের গ্রামের মধ্যে একমাত্র ভদ্র, সহজ-সরল ছেলে রসূল তাকে আমরা সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে পেতে চাই এবং অপরাধীর উপযুক্ত শাস্তি চাই।
বীরগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার থানায় ডায়েরি করলে আমরা দোষীদের আটক ও ভিকটিমকে উদ্ধারের কার্যক্রম শুরু করি। সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। জবানবন্দিতে একজন দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেয় পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সূত্র জানায়, আমাদের কার্যক্রম চলমান আছে, মামলাটি পুলিশ থেকে আমাদের হাতে এসেছে। একজন স্বীকারোক্তী দিয়েছেন, এখন পর্যন্ত ৩ জন দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে, আমরা অতিদ্রুতই শিশুটিকে খুঁজে বের করে দোষীদের শনাক্ত করবো।