Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২৮ মার্চ, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
আহমেদ পিয়াল, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ সদরে বেতিলা ও জাগীর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার দিকে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

এবিষয়ে পুলিশ জানায়, সদর উপজেলার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল-ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংর্ঘষে মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ (১৮) নিহত হন। এঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত ফিরোজ বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার মজিবুর মিয়ার ছেলে। সে স্থানীয় নবারুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর এলাকার বসুন্ধরা গেটের সামনে অজ্ঞাত বাসের চাপায় মো: মাহিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মাহিম জাগীর ইউনিয়নের গোলড়া চরখন্ড গ্রামের আব্দুল আলীর ছেলে বলে জানা যায়।

মরদেহ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম। ময়না তদন্ত শেষে স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

 

শেয়ার