Top
সর্বশেষ

মতলবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উঠান বৈঠক

২৮ মার্চ, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
মতলবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উঠান বৈঠক
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা। এ প্রতিপাদ্য নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেদামদী মাথাভাঙায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে আওতায় তথ্য কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে গ্রামীণ জনপদে অনগ্রসর নারীদের বিনামূল্যে সকল প্রকার সেবা প্রদান করার উদ্দেশ্যে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

সোমবার সকালে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী মাথাভাঙ্গা গ্ৰামের প্রধান বাড়িতে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা তথ্য আপা কর্মকর্তা তাসলিমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ছেঙ্গারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম সেন্টু, জহিরাবাদ ইউপির সদস্য মোহাম্মদ হোসেন মেম্বার।

উপজেলায় অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত নারীদের তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য-প্রযুক্তিসেবা প্রদানসহ তথ্য আপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাসমূহের সহজলভ্যতা নিশ্চিতকরণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছেন। এ ছাড়াও তথ্য আপারা ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে প্রকল্প এলাকায় গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ে বিভিন্ন তথ্যসেবা প্রদান করছেন।

শেয়ার