Top
সর্বশেষ

আশুলিয়া আ.লীগের সভাপতি তুহিন, সম্পাদক সাইফুল

২৮ মার্চ, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
আশুলিয়া আ.লীগের সভাপতি তুহিন, সম্পাদক সাইফুল
আব্দুল কাইয়ুম, সাভার (ঢাকা) :

আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার(২৮ মার্চ) বিকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি কমপ্লেক্সের মাঠপ্রাঙ্গনে জাকজমকপূর্ণভাবে আশুলিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনেই নতুন কমিটি ঘোষণা করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহম্মেদ।

সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় যুবলীগ নেতা ফারুক হাসান তুহিন আহবায়ক কমিটির আহবায়ক ছিলেন। সাধারণ সম্পাদক ধামসোনা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ছিলেন ওই কমিটির যুগ্ম-আহবায়ক। এ দুজনের সাথে নতুন কমিটিতে ১ নং যুগ্ম সম্পাদক হিসেবে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ খানের নাম ঘোষণা করা হয়। অতি শীঘ্রই কমিটি পূর্ণাঙ্গ করার আদেশ দেন জেলা সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ। এ আয়োজনে আওয়ামীলীগের আশুলিয়ার বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

এসময় তিনি বলেন, কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও তো ভাল, হেফাজত তো তাও মতিঝিলে বিরাট সমাবেশ করতে পারে। সামনে রোজা আসছে, এই রোজাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কমিউনিস্ট পার্টি কিছু বামপন্থী নেতারা আজ হরতাল দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে বিএনপি ও ভুঁইফোড় কিছু রাজনৈতিক দল। টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ কিংবা চিটাগং এর কথা বাদই দিলাম। ঢাকা শহরেও তো একটা মানুষকে দেখলাম না যে হরতালের পক্ষে কথা বলে। মানুষ নির্বিঘ্নে কাজ করছে

তিনি আরও বলেন, কিছু খাদ্য শষ্যের দাম বেড়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমি আপনাদের বলতে চাই সারা বাংলাদেশে আমাদের নেত্রী কি বসে আছেন? আমরা কি ব্যবস্থা নিচ্ছি না? আমরাও ওএমএসএ চাল দিচ্ছি। আমরা ভিজিএফ দিচ্ছি, ১০ টাকা কেজি ৫০ লক্ষ পরিবার ৫ জন করে হলেও আড়াই কোটি মানুষকে আমরা ১০ টাকা কেজিতে চাল দিচ্ছি।

মন্ত্রী বলেন, দাম কেন বাড়ছে? আন্তর্জাতিক বাজারে ১ টন সয়াবিনের দাম ছিল ৬০০ ডলার। সেটি হলো আজ ১৮০০ ডলার। জাহাজের ভাড়া ছিল ৫০০ থেকে ৬০০ ডলার। তা এখন ১৮০০ থেকে ২ হাজার ডলার। ৯০ ভাগ ভোজ্য তেল সয়াবিন, পামওয়েল বিদেশ থেকে আনতে হয়। এটা প্রাইভেট সেক্টর আনে। আমি বললেই তো তারা দাম কমাবে না। তারা তো দাম কমাবে না। সরকার চেষ্টা করছে। এক কোটিরও বেশী মানুষকে আমরা তেল, ডাল দেওয়ার চেষ্টা করছি।

 

শেয়ার