Top

চিলমারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

২৯ মার্চ, ২০২২ ১১:০৩ পূর্বাহ্ণ
চিলমারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে আগুনে পুড়ে নিঃস্ব মজনু মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

গত বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার রমনা ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকায় মজনু মিয়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত মজনু মিয়ার বাড়িতে গিয়ে ৫০কেজি চাল, আলু ১০কেজি, ডাল ২ কেজি, শাড়ি ৩ টা, লুঙ্গি ৩টা, গেঞ্জি ৩ টা, সোলা বুট ২ কেজি, চিনি ২কেজি ও নগদ ২ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক চাঁন চৌধুরী, রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেঁক আকা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন,আগুনে পুরে যাওয়ায় পরিবারটিকে আরো ৬ বাইনডিল টিন দেয়া হবে।এছাড়াও যে সব আগুনে ঘর বাড়ি পুরে গেছে তাদেরকে ও প্রশাসনের পক্ষ থেকে পরিবার গুলোকে আথিক সহায়তা দেয়া হবে।

 

শেয়ার