চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে- ওই বৃদ্ধের বয়স ৬৪ বছর।
খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ওই বৃদ্ধ দু’মাস ধরে খাগরিয়ার বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করছেন। আজ সকালে ভোরবাজার এলাকায় স্কুলের পাশে শুয়ে থাকা অবস্থায় তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে কিছু কাপড় ছিল। তবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায় নি। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এদিকে, জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় ঘরের গলায় ওড়না পেঁচিয়ে ইয়াছমিন আকতার (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ মার্চ) কালোয়ার পাড়া (গুচ্ছগ্রাম) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন ওই এলাকার আবদুল আলমের মেয়ে ও লোহাগাড়ার চরম্বা কাজির পাড়া এলাকার সিএনজি চালক ফোরকানের স্ত্রী।
স্থানীয়রা জানান, কয়েকটি এনজিও থেকে ফোরকান রিকশা চালক ফোরকান ঋণ নেন। ঋণের টাকা পরিশোধ করতে অপরাগত হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মাস খানেক আগে নিহত ইয়াছমিন দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। ঘটনার দিন বাড়ির সবার অগোচরে বাড়ির বীমের সাথে ওড়না বেঁধে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে নিহতের স্বামী রিক্সা চালক ফোরকান ঘটনাস্থল থেকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালে লাশ রেখে তিনি পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ একটি টিম হাসপাতাল পরিদর্শন করেন। স্ত্রীর লাশ রেখে স্বামী হাসপাতাল থেকে পালিয়ে গেছে শুনেছি। লাশের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, চট্টগ্রামের সাতকানিয়ায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সাতকানিয়া থানা পুলিশ। নিহত মো. ইউনুস (২২) সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার জামাল হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।