Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ময়মনসিংহে অটো রিকসা চালকের হত্যার রহস্য সমাধান

২৯ মার্চ, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
ময়মনসিংহে অটো রিকসা চালকের হত্যার রহস্য সমাধান
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে নান্দাইলের পল্লীতে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

নিহত ব্যাক্তি অটোরিকসা চালক মনির হোসেন (৫৫)। সে নান্দাইল পৌরশহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ত্রিশালের নাজমুল হাসান ডিপজল ও মোশারফ হোসেন। তাদেরকে সোমবার রাতে গাজীপুরের জৈনা বাজার ও ত্রিশাল থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ১৮ জানুয়ারি বিকেলে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী বেশে মনিরের অটোরিকসা ভাড়া করে আসামীরা। চরশ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে মনিরকে গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে অটোরিকসা নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনার দুইদিন পর নিহতের ছেলে নাজিমউদ্দিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অজ্ঞাত নামাদের নামে একটি মামলা দায়ের করে। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে তাদের গ্রেফতার করে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি জানান, সিএনজি ও অটো রিকসা ছিনতাইয়ের একাধিক চক্র ইদানিং সক্রিয় হয়েছে উঠেছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। নান্দাইলে অটো রিকসা চক্রের সাথে পাঁচজন জড়িত ছিল। তাদের মধ্যে দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকীদের আমরা দ্রুতই আইনের আওতায় আনতে পারব। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শেয়ার