Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

৬শত বছরের পুরনো গোরস্তন থেকে মিলছে মাথার খুলি, দেহাবশেষ

২৯ মার্চ, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
৬শত বছরের পুরনো গোরস্তন থেকে মিলছে মাথার খুলি, দেহাবশেষ
সিলেট প্রতিনিধি :

সিলেট বিভাগের সর্ববৃহৎ ও ৬শত বছরের পুরনো গোরস্তন হযরত মানিকপীর (রাহ.) নগর গোরস্তানে গত ২০১৯ সালের এপ্রিল থেকে উন্নয়ন কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। প্রায় ৩ বছর ধরে চলছে কাজ। দীর্ঘদিন ধরে কাজ শেষ না হওয়াতে এক নোংরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । সবমিলিয়ে মানিকপীর টিলা এলাকার অবস্থা হ-য-ব-র-ল ।

অপরিকল্পিত ও অপবিত্রতার সাথে সিলেট সিটি কর্পোরেশন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান চালাচ্ছে কাজ। এক্সেভেটরের আঘাতে ক্ষতবিক্ষত করা হচ্ছে নগরবাসীর
প্রিয়জনদের পরম শ্রদ্ধার শেষ ঠিকানা। এতে ক্ষোভে ফেটে পড়ছে গোটা সিলেট।

এরআগে গত বছরের ফেব্রুয়ারিতে এক্সেভেটর দিয়ে কবরস্থান ড্রেসিং ও টিলাকাটার সময় সময় আপত্তি জানান কাজীটুলা, উত্তর কাজীটুলা, মীরবক্সটুলা, কুমারপাড়া, সওদাগরটুলা, চারাদিঘীরপাড়, হাজারীবাগ, শাহী ঈদগাহ, উঁচাসড়ক, রায়নগরসহ নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা। তারা সনাতন পদ্ধতি শ্রমিক দিয়ে পবিত্রতার সাথে সংস্কার কাজ, কবর পরিচর্যার কাজ করার দাবি জানান। দাবির পরিপ্রেক্ষিতে সিলেট নগরভবন কর্তৃপক্ষ এক্সেভেটরটি সামনের দিক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় টিলার ভিতরের দিকে। ভিতর দিকের সম্পূর্ণ কাজ চালানো হয় এক্সেভেটর দিয়েই।

স্থানীয় বাসিন্দা তারেক আহমদ চৌধুরী ও মিসবাহ উদ্দীন আহমদ জানিয়েছেন, গত প্রায় ৬-৭ মাস ধরে পুনরায় এক্সেভেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। আর এতে ফের ক্ষত-বিক্ষত হচ্ছে মানুষের কবর। উঠে আসছে মাথার খুলি, হাড়গোড়, দাঁতের কপাটসহ দেহাবশেষ এবং কবরের বাঁশ, ছাটাই, কাফনের কাপড়ও। টিলা এলাকায় জিয়ারতে গেলেই দেখা যাচ্ছে এসব দৃশ্য।

শেয়ার