Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

সাংবাদিক উপর হামলার প্রতিবাদে তালতলীতে মানববন্ধন

২৯ মার্চ, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
সাংবাদিক উপর হামলার প্রতিবাদে তালতলীতে মানববন্ধন
বরগুনা প্রতিনিধি :

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক সংবাদ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মো. রেজাউল করিম বাবুল পাটোয়ারীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে দুই হাত ও মাথা কুপিয়ে জখম করার প্রতিবাদে মানব বন্ধন করেছে তালতলী উপজেলা সকল গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টায় তালতলী প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুক,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো.ইউসুফ আলী, তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি মাওলানা জুবায়ের, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো.মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো শাহাদাত হোসেন, সাংবাদিক ঐক্য জোটের সভাপতি মো.হাসান সহ উপজেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

তারা বলেন, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সাপ্লাই দিয়ে আসছে। এই বিক্রিতে বাধা দেওয়াতে বাবুল পাটোয়ারীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে দুই হাত ভেঙে দেয় ও মাথা কুপিয়ে জখম করেছে। আমরা বাবুল পাটোয়ারীর উপর হামলা কারিদের দ্রুত আইনের আওতায় নিয়ে কঠিন শান্তির দাবী জানাই।

শেয়ার