নেত্রকোণা জেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে মাছ বুঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল খালেক( ৮০) নামে একজন নিহত হয়েছে।
নিহত আব্দুল খালেক, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের মোকোন্দাবাদ গ্রামের বাসিন্দা। ঘটনাটি সোমবার বিকালে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে হরিনগর বাইতুল আমান জামে মসজিদ এলাকায় ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , নিহত আব্দুল খালেক তার মেয়ের বাড়ি যাবার উদ্দেশ্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কেন্দুয়া থেকে ছেড়ে আসা একটি মাছ বুঝাই পিকআপ ভ্যান কেন্দুয়া- আঠারবাড়ি সড়কের হরিনগর বাইতুল আমান মসজিদের সামনে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারী আব্দুল খালেককে ধাক্কা দিয়ে আহত করে পাশের মসজিদের ভিতরে গাড়িটি ডুকিয়ে দেয়। পরে আহত পথচারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান। তবে এ ঘটনায় সময় মসজিদে কোন মুসল্লী ছিল না।
এ ঘটনায় স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের চালক পাশ্ববর্তী নান্দাইল উপজেলার বারই গ্রামের নজরুল ইসলামের ছেলে দিপু মিয়াকে (১৬) কে আটকরে পরে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার স্থল থেকে গাড়ি চালক ও পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। নিহত পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।