সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফুলজোড় নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্য আব্দুস ছালাম (৪৫) প্রহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, উক্ত উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের কালিগঞ্জ এলাকার ওই নদীর তীর থেকে ঝন্টু ও ওবায়দুল গংরা বেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে অনত্র বিক্রি করে আসছিল দীর্ঘদিন ধরে। সরকারি জায়গা থেকে অবৈধভাবে এ মাটি কাটার প্রতিবাদ করেন ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুস ছালাম।
এরই জের ধরে সোমবার দুপুরের দিকে তারা ইউপি সদস্যকে মারপিট ও নানারকম হুমকি দামকি দেয়া হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্য বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির এ অভিযোগ স্বীকার করেন এবং তিনি বলেন, বিষটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।