Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ইজিবাইক চালক ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

২৯ মার্চ, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
ইজিবাইক চালক ও হাইওয়ে পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী এলাকার শরিফুলের তেল পাম্পের কাছে মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে ইজিবাইক চালক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হাইওয়ে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। মহাসড়কে অবৈধ থ্রিহুইলার চালাচল বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। পুলিশ বেশ কিছু ইজিবাইক ও থ্রিহুইলার আটক করলে চালকরা পুলিশের উপর চড়াও হয়।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, বিকাল পৌনে ৫ টার দিকে ঝিনাইদহ ঢাকা মহাসড়কের তেল পাম্পের নিকট হাইওয়েতে অবৈধভাবে চলাচলকারি থ্রী হুইলার গাড়ি আটক করতে গেলে ইজিবাইক চালকরা রাস্তা বন্ধ করে হাইওয়ে পুলিশকে বাঁধা দেয় এবং তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। এই অবস্থায় তারা ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানালে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে ইজিবাইক চালকদেরকে হটিয়ে দেয়।

এই সময় চালকরা জোটবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে অন্তত ৪/৫ জন পুলিশ সদস্য আহত হয়। ইজিবাইক চালক সবদুল হোসেন জানান, সড়কে চলাচল করতে গিয়ে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত হয়রানী করছেন। মামলা দিয়ে চালকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। ইজিবাইক ধরেই মামলা দেওয়া হচ্ছে। এতে হতদরিদ্র চালকরা ঋনগ্রস্থ হয়ে পড়ছে। এনজিও থেকে ঋন নিয়ে জরিমানার টাকা পরিশোধ করছেন। এর একটা প্রতিকার দাবী করেন ইজিবাইক চালকরা।

শেয়ার