কুড়িগ্রাম জেলার চিলমারীর ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটে নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। চলতি মৌসুমে ব্রহ্মপুত্র নদের নাব্যতা অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর জেলার ৮টি উপজেলার প্রায় অর্ধশতাধিক নৌ-পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে করে নৌ-পথে চলাচলকারী মানুষের দুর্ভোগের পাশাপাশি যোগ হয়েছে চরম ভোগান্তির। কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী, রাজিবপুর, উলিপুর ও কুড়িগ্রাম সদর, গাইবান্ধা, ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ, উপজেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌ-পথ।
জানা গেছে, বন্যা নেমে যাওয়া এবং শীতের শুরু থেকে পানি কমার সাথে সাথে শতশত বালুচর জেগে ওঠায় বন্ধ হয়ে গেছে বেশকিছু নৌ-রুট। এরমধ্যে গুরুত্বপূর্ণ চিলমারী-কর্ত্তিমারী ও চিলমারী-জামালপুরসহ বেশ কয়েকটি নৌ-রুট বন্ধ হওয়ায় ভোগান্তি বেড়েছে পণ্য ও যাত্রী পারাপারে। অন্য রুটে ঝুঁকি নিয়ে নৌকা চলাচল করলেও বিড়ম্বনায় পড়ছে যাত্রীরা।
চিলমারী রমনা ঘাট ও নৌ বন্দর সুত্রে জানা গেছে, বর্তমানে রমনা ঘাট থেকে রাজিবপুরে ২টি, রৌমারী ৪টি, কোদালকাটি ১টি, অষ্টমীর চর ২টি, নয়ারহাটে ২টি এবং চিলমারী ইউনিয়নে ২টি স্যালো ইঞ্জিন চালিত নৌকা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। নৌকার মাঝি শাহজামাল, আয়নাল হক, শাহিনসহ অনেকে জানায়, বর্তমানে রাজিবপুর, তারাবর, শাখাহাতি, ভাটিয়ারচর, কড়াইবরিশাল, কর্তিমারী ও নালিতাখাতা এলাকায় নৌকা ডুবোচরে নিয়মিত আটকা পড়ছে। ফলে নৌকা চালক ও যাত্রীদেরকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
রাজীবপুর ঘাটের নৌকার মালিক নজরুল ইসলাম জানান, পানি কমায় রাজীবপুর ঘাটটি এক কিলোমিটার দূরে ধলাগাছায় স্থানান্তর করা হয়েছে। এতে মানুষের ভোগান্তি বাড়লেও কিছুই করার নেই। ব্যাহত আমদানি রপ্তানি নাব্যতা না থাকার কারণে বাংলাদেশ ভারতীয় পণ্যবাহী জাহাজগুলো ব্রহ্মপুত্র নদ দিয়ে স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে না। চিলমারী নৌবন্দর এলাকায় ভিড়তে পারছেনা ছোট জাহাজ বা বাল্ডহেডগুলো। ফকিরের হাট ও কাচকোলে এসে নোঙর করতে হয়। কাচকোল এলাকায় বাংলাদেশ
ভারতের পতাকাবাহী একাধিক বাল্কহেড ভারত গমনের অপেক্ষায় আছে। ‘এমভি মারিয়া’ নামে ছোট জাহাজের ক্রু বাহাদুর হোসেন জানান, পানি কম থাকার কারণে সময় লাগছে বেশি, খরচ বেড়ে যাচ্ছে। সময়মত মালামাল পৌঁছানো যাচ্ছে। চরে জাহাজ আটকে যাওয়ায় নিরাপত্তার অভাবও দেখা দেয়।’
চিলমারস্থ বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পাইলট মাইদুল ইসলাম জানান, ছোট আকারের ড্রেজার নিয়ে নৌ প্রটোকল এলাকাটি খনন ও মার্কিং করে কোনমতে নৌরুট সচল রাখা হচ্ছে। তিনি জানান, গত সপ্তাহে চরে আটকে পড়া জাহাজ কলকাতা থেকে আসামগামী ‘রাম প্রসাদ’ নামে একটি জাহাজ আটকে যায় চরে। ৩-৪ দিন চরে আটকে ছিল। পরে উর্দ্ধতন কর্তপক্ষের নির্দেশে কিছু কিছু যায়গায় ড্রেজিং করায় জাহাজটি চলে যায়। এছাড়া ভারত থেকে আনা কয়লা আনলোড করতেও সমস্যা হচ্ছে। ঘাট এলাকায় পানি কম থাকায় জাহাজ ভেড়ানো যাচ্ছেনা। অন্য এলাকায় আনলোড করতে পরিবহন খরচ পড়ছে বেশি।
শ্যালো ইঞ্জিনচালিত নৌকা মালিকরা জানায়, বিভিন্ন রুটে কোনও প্রকার ড্রেজিংয়ের ব্যবস্থা না থাকায় অসংখ্য ডুবোচর নদের গতিপথ পরিবর্তন এবং নৌরুটগুলোতে চর জেগে উঠায় নৌ-পথ সংকীর্ণ হয়ে এসেছে। ফলে নৌ-যানগুলোকে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। স্থানীয় নৌকার মালিক ও ব্যবসায়ীদের আশঙ্কা, বড় বড় ডুবোচর নাব্যতা হ্রাসের স্থানগুলোকে চিহ্নিত করে জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে চিলমারীর অভ্যন্তরীণ নৌ- রুটগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এতে বিপাকে পড়বে এই সকল রুট চলাচলকারী ইঞ্জিনচালিত নৌকা মালিক, শ্রমিক ও যাত্রীরা।
বুধবার সরেজমিন দেখা গেছে, বালুচর ভেঙে শত শত মানুষ আসছে জোড়গাছ হাটে। কাঁধে, সাইকেলে কিংবা ঘোড়ার গাড়িতে পণ্য বহন করছে চরের মানুষ। তপ্ত রোদে সবার চেহারায় পথের ক্লান্তি। আবার নৌকাভাড়া ও হাটে কৃষি পণ্য আনতে খরচ বেশি পড়ায় অনেকেই হাটে আসছেন না। ডাটিয়ার চরের কৃষক শাহাদাৎ হোসেন জানান, চার মণ খেসারির ডাল বেচতে হাটে এসেছেন। বিক্রি করেছেন ১ হাজার ৭০০ টাকা মণ দরে। মণ প্রতি নৌকাভাড়া ২০ টাকা, ঘোড়ার গাড়ি ভাড়া ৩০ টাকা ও হাটের খাজনা ৬০ টাকাসহ ১১০ টাকা খরচ পড়েছে। বাড়তি খরচের কারণে এই হাটে আর আসবেন না বলে মনস্থির করেছেন শাহাদাৎ হোসেন। হরেক রকম ডালের ব্যবসা জোড়গাছ হাটের ব্যবসায়ী এনামুল হকের। কিন্তু আড়ত আগের মতো সরগরম নেই। জানান, নদে পানি নেই। বালুচরে নৌকা আটকে যায়। আগে হাটবারে ৫শর বেশি নৌকা আসতো মাল নিয়ে। এখন ২শ নৌকাও আসেনা।
জোড়গাছ হাটের ইজারাদার দেলোয়ার হোসেন জানান, চ্যানেল বন্ধ হওয়ার কারণে ঘাট সরে যাওয়ায় হাট আর জমছেনা। আড়াই কোটি টাকায় হাট ইজারা নেয়া এই ব্যবসায়ীর শঙ্কা, এ বছর অর্ধেক টাকাও উঠবেনা।
এব্যাপারে বিআইডব্লিউটিএ চিলমারীস্থ কর্মকর্তা হেড পাইলট সাজু মিয়া বলেন, ‘পানি কমায় অনেক ঘাট বন্ধ হয়ে গেছে। চ্যানেলগুলো ঘন ঘন বন্ধ হচ্ছে। এসে নৌ চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।’
চিলমারীর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান জানান, নাব্যতা সংকট ও নৌ চলাচল ব্যাহত হবার বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রকৌশলীদের জানানো হয়েছে। তারা জানিয়েছেন, শীঘ্রই খননের উদ্যোগ নিবেন। এছাড়া নদী বন্দরের কার্যক্রম চালু হলেসমস্যা আর থাকবেনা।