ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বিয়ারামারুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি বাসের সুপারভাইজার লাল মিয়া। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জের ডমেরহাট এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অর্নব স্পেশাল নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছালে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের সুপারভাইজারসহ ৬ জনকে আহত অবস্থা উদ্ধার করে হাসপাতালে পাঠালে বাসের সুপারভাইজার পথে মধ্যে মারা যায়।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।