কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তথ্য কমিশনের পরিচালক ড. মো: আ. হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, স্থানীয় সরকার গোপালগঞ্জের উপ পরিচালক ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।