মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান জাতি চীরদিন তাদের অবদান স্মরণ করবে। মাগুরা জেলা পরিষদ আজ বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুশীদ হায়দার টুটুল। সংবর্ধনা সভায় জেলার বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।