সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ভাটা স্থাপন করায় ৩ ইটভাটার মালিককে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া বেআইনি ও অবৈধভাবে ভাটা স্থাপন করে ইট প্রস্তুত করার অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আলফা ইটভাটা মালিককে ৩ লাখ, দেশবন্ধু ইটভাটা মালিককে ২ লাখ ও সেবা ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জের ৯টি উপজেলায় বেআইনি ও অবৈধভাবে স্থাপন করা সকল ইটভাটায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।