রাস্তায় চলাচলের সময় হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামা থানা পুলিশের আয়োজনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলাী ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এই সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। ওসি কামাল হোসেনের সভাপতিত্বে ভেড়ভেড়ী বিট ইনচার্জ এসআই আলমাস হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অত্র ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ইউপি সদস্য গণ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় ওসি কামাল হোসেন বলেন, প্রতিটি সড়ক দূর্ঘটনা ঘটে আমাদের সচেতনতার অভাবে। ট্রাফিক আইন জানার পরও আমরা অনেকে মানি না। সকলে ট্রাফিক আইন মেনে চলাচল করলে আশা করি দুর্ঘটনা কমে যাবে।