কুষ্টিয়ার কুমারখালীতে ইলিশ মাছের প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকা সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প জীবিকা নির্বাহের জন্য ছাগল ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ১০জন জেলের মাঝে ২টি করে মোট ২০টি ছাগল ও ৪০ কেজি করে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন খান তারেক প্রমুখ।