ফরিদপুর জেলা আঃলীগের আগামী ১৬ ই এপ্রিল বর্ধিত সভা এবং ১২ই মে সম্মেলন অনুষ্ঠিত হবে । বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা আঃলীগের সভাপতি অ্যাড সুবল চন্দ্র সাহা ।
বহুদিনের কাঙ্ক্ষিত এই সম্মেলন নিয়ে গ্রুপিং , লবিং ও দৌড় – ঝাপ শুরু হয়েছে বিগত ১ বছর ধরে , বাকী ছিল শুধু তারিখ নির্ধারণ । ফরিদপুরে তিনটি ধারায় চলছে ফরিদপুরের আঃলীগের রাজনীতি। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের পতনের পর থেকেই নির্যাতিত , বঞ্চিত দলের প্রকৃত নেতা কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে । সম্মেলনকে সামনে রেখে জেলা আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পদবী প্রাপ্তির আশায় শহরের আনাচে কানাচে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নবাগত নেতা সহ একডজন পুরাতন নেতা কর্মীরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে তাদের অনুসারীরা ।
এই পদ পদবীর প্রাপ্তির প্রচারণায় রয়েছে সভাপতির তালিকায় সাবেক ছাত্রনেতা ও জেলা আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নির্যাতিত নেতা বাবু বিপুল ঘোষ , জেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি ক্রীড়াবীদ, সমাজসেবক শামীম হক , সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মো ফারুক হোসেন ।
সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী আশা করছেন বর্তমান ফরিদপুর জেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন , জেলা আঃলীগের মহিলা সম্পাদিকা আইভি মাসুদ , সাবেক তুখোড় ছাত্রলীগের ছাত্রনেতা মো লিয়াকত হোসেন , ফরিদপুর জেলা আঃলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এবং নবাগত সাধারণ সম্পাদক প্রত্যাশী ও ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডঃ যশোদা জীবন দেবনাথ ।
ফরিদপুর জেলা আঃলীগের সম্মেলনকে সামনে রেখে বুধবার দুপুরে আঃলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ তার গ্রামের বাড়ি কাউলীবেড়ায় এক মিলন মেলার আয়োজন করেছেন। সেখানে উপস্থিত হয়েছেন ফরিদপুর জেলা আঃলীগের একাংশের নেতা কর্মীরা । নেতা কর্মীদের মধ্যে সভাপতি , সাধারণ সম্পাদক সহ জেলা আঃলীগের সিনিয়র নেতা কর্মীরা ।
বিশ্বস্তসুত্রে জানা যায়, আগামী জেলা আঃলীগের সম্মেলনের দায়িত্ব পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ । তাই ফরিদপুরের নেতা কর্মীরা তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে গিয়ে সাক্ষাত করে।