Top
সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৩ পরিবার

৩০ মার্চ, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
মিরসরাইয়ে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত ৩ পরিবার
কমল পাটোয়ারী, মিরসরাই (চট্টগ্রাম) :

মিরসরাইয়ের ৮নং দুর্গাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জনার্দ্দনপুর কাশেম মেম্বারের পুরাতন বাড়ি আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ৩টি পরিবার ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে।

এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার ( ৩০মার্চ) দুপুর ১২ টায় আগুনের সুত্রপাত হয়। ফলে এনমুল হক,আবুল কালাম ও নুর হোসেন এর ৩টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাঁরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসত ঘর সহ তাঁদের ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ এনমুল হক সূত্রধর বলেন , আগুনে পুড়ে আমাদের ৩টি পবিবারের সবকিছু হারিয়ে নিঃশ্ব হয়ে গেছি।

মিরসরাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, দুপুর ১২টায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

 

শেয়ার