Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

শিক্ষককে যুবলীগ নেতার প্রাণনাশের হুমকি

৩০ মার্চ, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
শিক্ষককে যুবলীগ নেতার প্রাণনাশের হুমকি
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের গাছা এলাকায় স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা গাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুক্তভোগী কায়েদে মিল্লাত বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযুক্তারা হলেন, গাছা এলাকার বাসিন্দা ও গাছা উচ্চ বিদ্যালয়েরর গভর্নিং বডির সদস্য আমজাদ হোসেন (৪৯),গভর্নিং বডির সভাপতি ও গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান জুয়েল মন্ডল (৩৭), একই এলাকার বাসিন্দা ও ওই বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ফজলুল বারী ও রফিকুল ইসলাম।

ভুক্তভোগী শিক্ষক জানান, কিছুদিন ধরে বিদ্যালয় নতুন ভবন নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। চলমান সংস্কার কাজে বিভিন্ন সময় ভুয়া বিল ভাউচার দেখিয়ে টাকা উত্তোলন করতো অভিযুক্তরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। তার জের ধরে প্রায়ই স্কুলে প্রবেশের সময় ও স্কুল থেকে ফেরার সময় পথে গতিরোধ করে ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে আসছে। প্রাইস হয়রানিমূলক বিভিন্ন মামলা দিয়ে জেল হাজত খাটার বলে ভয় ভীতি প্রদর্শন করে আসছে।

এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, গভর্নিং বডির সভাপতি রাশেদুজ্জামান জুয়েল মন্ডল ও তার সঙ্গীরা স্কুলটিকে দুর্নীতির আখড়া বানিয়েছে। যারাই তাদের বিরুদ্ধে কথা বলতে চায় তাদের উপরে চলে আসে নানাবিধি হুমকি-ধামকি । এর আগেও শুনেছি অত্র বিদ্যালয়ের এক শিক্ষককে গুরুতর জখম করান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাশেদুজ্জামান জুয়েল মন্ডল বলেন, প্রধান শিক্ষকের সহযোগিতায় কায়দে মিল্লাত বিভিন্ন অপরাধ করে পার পেয়ে যায়। তার অপরাধের প্রতিবাদ করায় মিথ্যাচার করছেন তারা।

এ বিষয়ে গাছা থানার ওসি ইসমাইল বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার