চুয়াডাঙ্গা জেলা সদরের পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ইসলপাড়ায় এঘটনা ঘটে। আহত শাহাবুদ্দিন (৫৫) ইসলামপাড়ার মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।
আহত বৃদ্ধ শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, এলাকায় ভুড়িওয়ালার ছেলে রফিকের ছাগল শাহাবুদ্দিনের ফসলের মাঠে গিয়ে নষ্ট করে। শাহাবুদ্দিন তার খেতের ফসল নষ্টের বিষয়টি রফিককে জানালে দুজনের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এতে রফিক তার দুই ছেলে জনি ও রনি, মুসার ছেলে আলিহিম ও টগরের জিসান বৃদ্ধ শাহাবুদ্দিনকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, বৃদ্ধের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।