নেত্রকোণা জেলায় বাংলাদেশ পুলিশ বিভাগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) নেত্রকোণা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ড নেত্রকোণা জেলা পুলিশ লাইন্সে চুড়ান্তভাবে উত্তীর্ণ ৬২ (বাষষ্টি) জনের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: রায়হানুল ইসলামসহ নেত্রকোণা জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ। এছাড়াও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশ বিভাগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তির জন্য নেত্রকোণা জেলায় প্রাথমিকভাবে ২১৭২ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে PET (Physical Examination Test) এ উত্তীর্ণ হয়ে ৫৫৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১৮৫ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন। পরে লিখিত ও ভাইভার নম্বরের সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়ায় এই ফলাফল ঘোষিত হয়।
এসময় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্পে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কাঙ্খিত পুলিশ নিয়োগে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে জনপ্রতি মাত্র ১০০টাকা এডমিট কার্ড ফি প্রদানের মাধ্যমে এই ৬২ জন নিয়োগ পেয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের আইকন ও অভিভাবক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশনা মোতাবেক গতবারের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে”। সর্বোপরি তারা তাদের মেধা ও যোগ্যতা বলেই নিয়োগ পেয়েছে।
তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘চাকরি নয়, সেবা’ এই শ্লোগানে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান।